Logo
Logo
×

শিক্ষা

বেরোবিতে পরীক্ষা না দিয়েও পাস ছাত্রলীগ নেত্রী, তদন্ত কমিটি গঠন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম

বেরোবিতে পরীক্ষা না দিয়েও পাস ছাত্রলীগ নেত্রী, তদন্ত কমিটি গঠন

ছবি : সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এক ছাত্রীর পরীক্ষা না দিয়েও পাস করার অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

অভিযুক্ত সুরাইয়া ইয়াসমিন ঐশী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেত্রী। সম্প্রতি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে আলোচনায় আসেন তিনি।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এই কমিটি গঠন করেন। 

কমিটির আহ্বায়ক করা হয়েছে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. তানজিউল ইসলামকে। সদস্য হিসেবে আছেন ছাত্র বিষয়ক কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামাণিক এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে জানতে সুরাইয়া ইয়াসমিন ঐশীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও ২০২৩ সাল থেকে সংগঠনটির রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করিনি। আমি পরীক্ষায় সর্বশেষ সেমিস্টারে দ্বিতীয় হওয়ায় এবং ছাত্রলীগ করার কারণে রফিকুল, লিমনসহ আরও কয়েকজন সহপাঠী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভুয়া সংবাদ করাচ্ছেন। আমি আসলে পরীক্ষা দিয়েই নম্বর পেয়েছি। কিন্তু যারা এ ধরনের সংবাদ করছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করেননি।’

ঐশীর সহপাঠী রফিকুল বলেন, ‘আমাদের ক্লাসের সবাই পরীক্ষা দিয়েছি। কিন্তু ঐশী দেননি। বিষয়টি নিয়ে আমাদের প্রত্যেক সহপাঠীই গণস্বাক্ষর দিয়েছেন। তিনি বানিয়ে বানিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন।’

এ বিষয়ে কোর্স শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিন বলেন, এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাই এখন কোনো কথা বলতে চাচ্ছি না।

উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, বিষয়টি জানার পর তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত যাচাই করে একটি রিপোর্ট জানাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন