Logo
Logo
×

শিক্ষা

‘অপপ্রচার’ সংক্রান্ত মাউশির সেই বিজ্ঞপ্তি বাতিলের সিদ্ধান্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৬:৪২ পিএম

‘অপপ্রচার’ সংক্রান্ত মাউশির সেই বিজ্ঞপ্তি বাতিলের সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার বা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জারি করা একটি বিতর্কিত বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। 

গত ১৯ জানুয়ারি এ বিজ্ঞপ্তি জারি করা হলেও, সমালোচনার মুখে তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। 

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিজ্ঞপ্তি জারির বিষয়ে তিনি অবগত ছিলেন না। বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রকাশিত হয় এবং এতে সই করেন মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন শাখার পরিচালক অধ্যাপক আবেদ নোমানী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, শিক্ষার্থীদের মাধ্যমে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড যাতে না ঘটে, সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষার্থী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

নির্দেশনাটি দেশের ৬৪ জেলার জেলা শিক্ষা কর্মকর্তাদের (ডিইও) কাছে পাঠানো হয়, যা তারা গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন। ডিইওরা এ নিয়ে নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি শুরু করেছিলেন।

তবে বিজ্ঞপ্তি জারির পর সামাজিক ও রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে যে, এটি শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সমালোচনার মুখে বিজ্ঞপ্তিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, যা সরকারের অবস্থান পরিস্কার করার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন