Logo
Logo
×

শিক্ষা

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১২:৩১ পিএম

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

ছবি : সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

সম্প্রতি এনসিটিবি তাদের ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করেছে। নবম-দশম শ্রেণিতে বিভাগ বিভাজন ফিরিয়ে এনে এসএসসি পরীক্ষার নতুন সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশিত হয়েছে।

এসএসসি পরীক্ষার নম্বর বণ্টন ও প্রশ্নের ধরন

এনসিটিবি প্রকাশিত সিলেবাসে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার নম্বর বণ্টনে দেখা গেছে, ব্যবহারিক না থাকা বিষয়গুলোর রচনামূলক অংশে ৭০ নম্বর এবং বহুনির্বাচনি অংশে ৩০ নম্বর থাকবে। ব্যবহারিকসহ বিষয়গুলোয় তত্ত্বীয় অংশে ৭৫ এবং ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে ৪০ নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নে ১০ নম্বর এবং বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে। বর্তমানে বিভাগ বিভাজন ফিরিয়ে এনে ২০১২ সালের পাঠ্যসূচির বইগুলো ২০২৫ সালের জন্য পুনরায় ছাপানো হচ্ছে এবং সেগুলি পরিমার্জন করা হচ্ছে। ২০২৬ সালে এ বইগুলো ব্যবহার করে পাঠ্যক্রম পরিচালিত হবে এবং এসএসসি পরীক্ষার্থীরা এই বইগুলোর ভিত্তিতে পরীক্ষা দেবে।

এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা ১৬ অক্টোবর থেকে শুরু

প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১ জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু হবে। ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এসএসসির (দশম শ্রেণি) নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বরের মধ্যে নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। মার্চের শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। ১ জানুয়ারি বই হাতে পেয়ে ক্লাস শুরু করলেও নির্বাচনি পরীক্ষার আগে মাত্র ৯ মাস সময় পাবে একজন এসএসসি পরীক্ষার্থী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন