Logo
Logo
×

শিক্ষা

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ইস্যুতে বুয়েটে উত্তেজনা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ইস্যুতে বুয়েটে উত্তেজনা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ দেরি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বুয়েটের ভিসির কার্যালয়ের সামনে নানা দাবিতে অবস্থান নেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন ও বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

উপাচার্য কার্যালয়ের সম্মুখে ‘ফ্যাসিস্ট হাসিনার দোসর ও বেঈমানদের চিনে রাখুন’ শিরোনামে একটি ব্যানার টানিয়ে দেয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেসব কর্মী বুয়েটের পড়াশোনা করতেন, তাদের ছবি ও নাম-পরিচয় তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে ব্যানারে জুতা নিক্ষেপ করতে থাকেন।  কিছুক্ষণ পরপর তারা এক কাজ করেন। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তারা আন্দোলনে নেমেছেন সুনির্দিষ্ট দাবি-দাওয়া আদায়ের ভিত্তিতে। অল্প সময় পরেই তারা সংবাদ সম্মেলন করবেন। এতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে মোকাবিলা ও প্রতিহত করার ব্যাপারে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন