Logo
Logo
×

শিক্ষা

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৭:২৪ পিএম

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ

ফাইল ছবি

জুলাই-আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া যেসব শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন এবং টিউশন ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

কোন প্রক্রিয়ায় আহত শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফ করা হবে, তাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জুলাই-আগস্ট ২০২৪-এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও বলা হয়েছে, আহত শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ (প্রেসক্রিপশন) বেতন ও টিউশন ফি মওকুফের জন্য আবেদন করবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন