Logo
Logo
×

শিক্ষা

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক দিলরুবা খান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক দিলরুবা খান

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব ড. শাহনেওয়াজ দিলরুবা খান। ছবি: সংগৃহীত

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত সচিব ড. শাহনেওয়াজ দিলরুবা খান। মঙ্গলবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। তার নিয়োগের আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ড. দিলরুবা খান এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন খাতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, যা মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন এবং উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

তার এই নতুন পদায়নের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও মানোন্নয়নে বিশেষ দিকনির্দেশনা এবং পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। বিশেষ করে কারিগরি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের জন্য তার অবদানের আশা করছেন সংশ্লিষ্ট মহল।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ড. দিলরুবা খান এর নেতৃত্বে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নতুন কিছু পরিবর্তন আসবে। তার পূর্ব অভিজ্ঞতা এবং কাজের ধারা মাদ্রাসা শিক্ষার উন্নয়নকে ত্বরান্বিত করবে।

প্রসঙ্গত, ড. শাহনেওয়াজ দিলরুবা খান দীর্ঘদিন ধরে সরকারি সেবা খাতে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে কাজ করেছেন, যার ফলে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন