Logo
Logo
×

শিক্ষা

‎রাবি নেত্রকোনা জেলা সমিতির সভাপতি ইয়াছিন, সম্পাদক রিয়া

Icon

‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম

‎রাবি নেত্রকোনা জেলা সমিতির সভাপতি ইয়াছিন, সম্পাদক  রিয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নেত্রকোনা জেলা সমিতির নতুন সভাপতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সভাপতি মো. ইয়াছিন মিয়া ও সাধারণ সম্পাদক লোকপ্রশাসন বিভাগের রোকসানা জামান রিয়া। 

‎বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অনুষ্ঠিত নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

‎কমিটির অনান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল হাসান তুহিন, ফারুক খান, অপূর্ব চৌধুরী, আফরোজ পারভীন নিতু, শামীম রেজা, রবিন খান, তাহাসমিন হাসি, মেহেদী হাসান সানা। সহ-সভাপতি আকাশ রানা, সাদিয়া আফরিন মুন, রাজেশ সরকার, সোহান তালুকদার, তামান্না হাবিবা তিন্নিন, মিলন, রেদোয়ান আহম্মেদ, অদ্রীব নাহা উৎস, আলিফ চৌধুরী, হক মিয়া, সৃজলা ইসরাত, ইমরুল কায়েস তারেক, কাকন আহম্মদ, রাজিন হামজা।

‎যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় হাসান, শিমুল চৌধুরী, কাব্য, বিল্লাল হোসেন, আনিকা মিলা, তানিয়া আহমেদ, ফারহানা শিফা, শেখ মোশাররফ হোসেন।  সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, নাহিদ হাসান, ইশতিয়াক আহম্মেদ হিরা, মাহিম চৌধুরী, তারিফুল ইসলাম, শ্রাবণী ইসলাম।

‎সহ সাংগঠনিক সম্পাদক সাবরিনা আফরিন অনু, তারিন বিনতে মতিন, তানিয়া সুলতানা। কোষাধ্যক্ষ জোবায়েদ হাসান আদনান, প্রচার সম্পাদক দিদার হাসান, উপ প্রচার সম্পাদক নুসরা তাহসিন, দপ্তর সম্পাদক নওরিন সুলতানা নেলি, উপ দপ্তর সম্পাদক মুস্তাকিন আহমেদ, ক্রীড়া সম্পাদক রায়হান হোসেন, উপ-ক্রীড়া সম্পাদক :প্রশান্ত সরকার, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক শারমিন আকবরী শাম্মী, আইন সম্পাদক মো. মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক অনুপম মিত্র অভী। 

‎এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন