রাবিতে ভর্তি পরীক্ষায় গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:১৯ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শেষ দিনে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস।
শনিবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন পরীক্ষা শেষে ক্যাম্পাসজুড়ে জমে ওঠা আবর্জনা পরিষ্কার ও পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রীন ভয়েস রাবি শাখার ছাত্র উপদেষ্টা মোঃ আহসান হাবিব বলেন, “ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসে হাজারো পরীক্ষার্থী ও অভিভাবক উপস্থিত থাকেন। এ সময় সচেতনতার অভাবে পরিবেশ দূষণ বাড়ে। আমাদের এই উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার লক্ষ্যে নিজেরা পরিচ্ছন্নতা কার্যক্রম করি এবং সবাইকে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে চাই।”
সংগঠনটির রাবি শাখার সভাপতি মাহিন আলম বলেন, “সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে গ্রীন ভয়েস সবসময় কাজ করে যাচ্ছে। ভর্তি পরীক্ষার মতো বড় আয়োজনেও পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। আমরা বিগত পরীক্ষার দিনগুলোতেও পরিচ্ছন্নতা কার্যক্রম করেছি। আমরা আশা করি ভবিষ্যতে সবাই নিজ নিজ জায়গা থেকে এই দায়িত্ব পালন করবে।”
এ সময় গ্রীন ভয়েসের প্রায় ত্রিশ সদস্যকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছড়িয়ে থাকা আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়।



