Logo
Logo
×

শিক্ষা

‎নানা আয়োজনে রাবিতে ৪২টি মণ্ডপে সরস্বতী পূজা উদ্‌যাপন

Icon

‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

‎নানা আয়োজনে রাবিতে ৪২টি মণ্ডপে সরস্বতী পূজা উদ্‌যাপন

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর পূজা উদ্‌যাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরসহ মোট ৪২টি মণ্ডপে দিনব্যাপী নানা আয়োজনে এই পূজা অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত পুষ্পাঞ্জলিতে অংশ নিয়ে সরস্বতীর আরাধনা করেন শিক্ষার্থীরা।

‎প্রতিবারের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও সংগঠনের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে পূজার আয়োজন করেন। সরস্বতী পূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ আলোকসজ্জায় রঙিন হয়ে ওঠে। বিজ্ঞান অনুষদ, ব্যবসায় অনুষদ, কলাভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ মণ্ডপ সাজিয়ে উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেন।

‎ফলিত গণিত বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত কুমার মল্লিক জানান, এবারের পূজা তার জন্য বিশেষ অনুভূতির। তিনি বলেন, আজ সরস্বতী পূজা আমাদের। খুব ভালো লাগছে। এবারই প্রথম মা আমার সঙ্গে এই পূজাটা কাটালেন।

‎তিনি আরও বলেন, পড়াশোনার জন্য আলাদা কিছু চাইনি। আমি গান করি, গান লিখি এবার চেয়েছি সৃজনশীলতার জন্য আশীর্বাদ, যেন ভালো কিছু গান লিখতে পারি।

‎লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী কাজল রানী বলেন, প্রতি বছরের মতো এবারও ক্যাম্পাসে সরস্বতী পূজা উদ্‌যাপিত হয়েছে ব্যাপক উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে। তিনি বলেন, ভোর থেকেই পূজার প্রস্তুতি শুরু হয়েছিল। গত বছরের তুলনায় এবার পূজার মণ্ডপের সংখ্যা বেশি হওয়ায় ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজও ছিল বেশি। পরিবেশটা আরও প্রাণবন্ত লেগেছে।

‎পূজা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে আজ সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন বিভাগ, সংগঠন, শিক্ষার্থী ও শিক্ষকদের বিপুল সমাগম দেখা যাচ্ছে। অত্যন্ত বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

‎তিনি আরও বলেন, এই উৎসবের আবহ, উচ্ছলতা ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত যেন সবসময় বজায় থাকে এই প্রত্যাশাই আমাদের। আজকের আয়োজন শিক্ষার্থীদের মনে বিদ্যার প্রতি অনুরাগ সৃষ্টি করবে এবং তাদের জীবন গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন