Logo
Logo
×

শিক্ষা

‎শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি ছাত্রশিবিরের মানববন্ধন

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম

‎শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি ছাত্রশিবিরের মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছেন তাঁরা।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাবি প্যারিস রোডে শাখা শিবির আয়োজিত মানববন্ধন থেকে তাঁরা এই দাবি জানান। 

‎মানববন্ধনে শিবিরের নেতাকর্মীরা ‘হারার ভয়ে খেলেনা, এ কথা ত বলে না’, ‘শাকসু বাঞ্চালের অপচেষ্টা, মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান দেন।

‎মানববন্ধনে শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘জুলাই আন্দোলনের সময় হাসিনাকে দেওয়া ৯ দফার অন্যতম একটি ছিল ক্যাম্পাস গুলোতে ছাত্রসংসদ চালু। হাসিনা পালিয়েছে, তবে ছাত্রদল ও বিএনপি ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। রাকসুর সময়ও তারা একের পর এক চারবার নির্বাচন স্থগিত করেছিল। 

‎তিনি আরও বলেন, ‘আজ শাকসু নির্বাচনের কথা ছিল,তবে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মী টোকাই বাহিনী ও সন্ত্রাসীদের সাহায্যে নির্বাচন কমিশনের সামনে মব সৃষ্টি করে নির্বাচন বানচাল করে দিয়েছে। তারেক রহমান কোর্টকে হাসিনার ন্যায় ব্যবহার করে শাকসু নির্বাচন বন্ধ করেছেন। দ্বিতীয় স্বাধীনতার মধ্যে দিয়ে মানুষ যে ভোটাধিকার পেয়েছে তার বিরুদ্ধে কেউ অবস্থান করলে বাংলার মানুষ ও ছাত্রসমাজ আবার জেগে উঠবে।’

‎রাকসুর সহ-সভাপতি (ভিপি) ও সাবেক শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘নির্বাচন পেছানোর প্রতিবাদে যে ফ্যাসিস্ট আচরণ করে একটা গোষ্ঠী, তারা ছাত্র সংসদ নির্বাচনকে ভয় পায়। তারা বারবার নির্বাচনের পরেও হেরে যায়। তারা ইতিমধ্যে অনেক ছাত্র সংসদ নির্বাচনে পরাজিত হয়েছে। জুলাই পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের চাওয়ার বিরুদ্ধে যদি কেউ কিছু করতে চায় তাহলে সেটা শিক্ষার্থীরা গ্রহণ করবে না। এটা ছাত্র সংসদ নির্বাচনই বলে দেয়।’

‎ভিপি জাহিদ বলেন, ‘যারা শিক্ষার্থীবান্ধব কাজ করতে চায়, এবং শাকসু যারা চেয়েছিল এর জন্য একজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তার মানে যারা শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে চায় তাদেরকে বহিষ্কার করে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে ছাত্রদল, শিক্ষার্থীবান্ধব রাজনীতি করার জন্য না।’

‎শিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম পাটোয়ারী বলেন, ‘ছাত্রদল কয়েকদিন ধরে শাকসু নির্বাচন বানচালের জন্য আন্দোলন করছেন। আবার হাইকোর্টের আইনজীবীরাও রিটকারীর পক্ষে কাজ করে শাকসু স্থগিত করেছে। সর্বোপরি বলতে পারি, একটা কমপ্লিট প্যাকেজ মিলিত ভাবে কাজ করেছে শাকসু নির্বাচন বানচালের জন্য।’

‎মানববন্ধনে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় বিভিন্ন হল সংসদের ভিপি ও হল শাখা শিবিরের সভাপতিরা বক্তব্য রাখেন। এসময় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন