ছবি : সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আগামীকাল মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিকুল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
নির্বাচন স্থগিত চেয়ে শাকসুর স্বতন্ত্র প্রার্থী মোমিনুর রশিদ শুভ গতকাল রোববার হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। রিটে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন সব ধরনের নির্বাচন স্থগিতের নির্দেশনা দিয়েছে। এই পরিস্থিতিতে শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজন বেআইনি হবে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এদিকে, শাকসু নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশের প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থীরা। নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ ও আন্দোলন অব্যাহত রাখার কথা বলেছেন তারা।
হাইকোর্টে রিট শুনানির খবর আসার পর আজ সকাল থেকেই শাবিপ্রবি ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। দুপুর ২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। হাইকোর্টের স্থগিতাদেশের খবর আসার পর অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে মহাসড়কের একটি লেন দিয়ে যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।



