Logo
Logo
×

শিক্ষা

টঙ্গী তা'মীরুল মিল্লাতে ‘স্ট্যান্ড ফর হাদি’

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম

টঙ্গী তা'মীরুল মিল্লাতে ‘স্ট্যান্ড ফর হাদি’

ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ‘স্ট্যান্ড ফর হাদি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) এ অনুষ্ঠানের আয়োজন করে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার একাডেমিক প্রাঙ্গণে ‘স্ট্যান্ড ফর হাদি’ কর্মসূচি পালন করা হয়। এতে মাদ্রাসার প্রায় ১৪ হাজার শিক্ষার্থী অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, হাদি, হাদি’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব চাই’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘স্ট্যান্ড ফর হাদি, স্ট্যান্ড ফর জাস্টিস’—ইত্যাদি স্লোগান স্লোগানে পুরো মাদ্রাসা ক্যাম্পাস মুখরিত করে তোলেন।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) ভিপি মুহাম্মদ ইকবাল কবির, জিএস সাইদুল ইসলাম, এজিএস মইনুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি ড. হেফজুর রহমান তার বক্তব্যে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। হাদির ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। বিচার বিলম্বিত হলে তা ন্যায়বিচারের পরিপন্থি বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় অন্য বক্তারা বলেন, হাদির ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।

তারা আরও বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এ আন্দোলন ন্যায়বিচারের পক্ষে একটি শক্ত অবস্থান তৈরি করেছে বলেও বক্তারা উল্লেখ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন