Logo
Logo
×

শিক্ষা

রাবিতে তায়কোয়ানডো প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন ফোকলোর বিভাগের শাহীন আলী

Icon

রাবি প্রতিনিধি :

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

রাবিতে তায়কোয়ানডো প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন ফোকলোর বিভাগের শাহীন আলী

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী ৪র্থ তায়কোয়ানডো প্রতিযোগিতা–২০২৬ এ সর্বোচ্চ ৩৮ পয়েন্ট অর্জন করে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহীন আলী।

ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। পাশাপাশি -৫৪ কেজি ওজন শ্রেণির ফাইনালে মার্কেটিং বিভাগের প্রতিযোগীকে বড় ব্যবধানে পরাজিত করে টানা তৃতীয়বার গোল্ড মেডেল জয়ের সাফল্যও অর্জন করেন শাহীন আলী।

বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন।

অনুভূতি প্রকাশ করে শাহীন আলী বলেন,

“আল্লাহর অশেষ রহমতে আমি আমার ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি। এই অর্জনের পেছনে আমার কোচ কামরুজ্জামান চঞ্চল স্যারের অবদান অনস্বীকার্য। ভবিষ্যতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করতে চাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য মো. হাসানুজ্জামান খান, শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান চঞ্চলসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন