Logo
Logo
×

শিক্ষা

রাবিতে চতুর্থ তায়কোয়ানডো প্রতিযোগিতা ও ইনডোর গেমসের পুরস্কার প্রদান ‎

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

রাবিতে চতুর্থ তায়কোয়ানডো প্রতিযোগিতা ও ইনডোর গেমসের পুরস্কার প্রদান  ‎

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে ৪ দিনব্যাপী চতুর্থ তায়কোয়ানডো প্রতিযোগিতা–২০২৬ এবং অন্যান্য ইনডোর গেমসের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতাগুলোর বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

‎বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎এ সময় তায়কোয়ানডো, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা ও ক্যারমসহ বিভিন্ন ইনডোর গেমসে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‎তায়কোয়ানডো প্রতিযোগিতায় বিভিন্ন ওজন ও ক্যাটাগরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক প্রদান করা হয়। এ খেলায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ সর্বাধিক পাঁচটি পদক অর্জন করে চ্যাম্পিয়ন হয় এবং মার্কেটিং বিভাগ চারটি পদক অর্জন করে রানারআপ হওয়ার গৌরব লাভ করে।

‎এছাড়া  ভলিবলে (ছাত্র) চ্যাম্পিয়ন হয়েছে মার্কেটিং বিভাগ ও রানারআপ হয়েছে আইন বিভাগ এবং ভলিবল (ছাত্রী) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে প্রাণিবিদ্যা বিভাগ, আর রানারআপ হয়েছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। দাবাতে (ছাত্র) চ্যাম্পিয়ন হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ ও রানারআপ হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ। ব্যাডমিন্টন (ছাত্র) একক ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ এবং রানারআপ হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ। ব্যাডমিন্টন (ছাত্র) দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ, আর রানারআপ হয়েছে লোক প্রশাসন বিভাগ। এছাড়াও ক্যারম ও টেবিল টেনিসে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করেছেন।

‎পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম বলেন, খেলাধুলাই পারে বিশ্বের দরবারে বাংলাদেশকে এগিয়ে নিতে। আসন্ন জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা আরও সাফল্য অর্জন করবে এটাই আশা রাখছি। 

‎বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য মো. হাসানুজ্জামান খান বলেন, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনকে আরও এগিয়ে নিতে সংগঠনটি পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তায়কোয়ানডো একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে এখান থেকেই দেশের সেরা খেলোয়াড় উঠে আসবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তায়কোয়ানডো সারাদেশে প্রভাব বিস্তার করবে।

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক তায়কোয়ানডো কোচ কিম ইল উং বক্তব্যে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তায়কোয়ানডো একদিন বিশ্বদরবারে বিশ্ববিদ্যালয়কে পরিচিত করে তুলবে। সুস্থ মন ছাড়া লেখাপড়া করা কঠিন, এজন্য শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে যুক্ত থাকা প্রয়োজন। আমি তায়কোয়ানডোর আরও অগ্রগতি কামনা করি।

‎বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, তায়কোয়ানডো আত্মরক্ষার একটি কার্যকর কৌশল এবং ক্যারিয়ার গঠনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলন চালিয়ে গেলে বড় ধরনের সাফল্য অর্জন সম্ভব। এসব অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশ্বদরবারে ছড়িয়ে দেবে।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান চঞ্চল। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন