Logo
Logo
×

শিক্ষা

নিয়োগে অনিয়মের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

নিয়োগে অনিয়মের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন সহযোগী অধ্যাপক ড. কাজী হুমায়ুন কবির ও কামরুল হাসান।

গত রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান পৃথক চিঠির মাধ্যমে তাদের বরখাস্তের সিদ্ধান্তের কথা জানান।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনে প্রভাষক নিয়োগের জন্য জমা পড়া আবেদনপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট দুই শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অপরাধের প্রমাণ পাওয়া গেছে।

এই প্রেক্ষাপটে গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৩৪তম সভার ১৩ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ ধারা অনুসারে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন