ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এ বইমেলা আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত টিএসসি পায়রা চত্বরে চলবে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে বইমেলার ঘোষণা দেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, শহীদ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি প্রতিবাদী চেতনার প্রতীক। ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দমনপীড়নের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে।
তিনি আরও জানান, বইমেলার উদ্দেশ্য হলো শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং পাঠ ও চিন্তার মাধ্যমে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করা। বইকে মুক্তচিন্তা ও প্রতিরোধের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি আশিক খান বলেন, এই বইমেলা কেবল সাংস্কৃতিক আয়োজন নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, চিন্তার স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার হওয়ার একটি মিলনমঞ্চ হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বইমেলায় বিভিন্ন প্রকাশনার স্টল ছাড়াও স্মরণসভা, আলোচনা অনুষ্ঠান, সেমিনার, তরুণ লেখক ও পাঠকদের অংশগ্রহণে মতবিনিময় সভা এবং শহীদ ওসমান হাদির জীবন ও সংগ্রামভিত্তিক বিশেষ আয়োজন থাকবে।



