Logo
Logo
×

শিক্ষা

‎রাবির কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এষা, সম্পাদক হৃত্বিক

Icon

‎ ‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম

‎রাবির কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এষা, সম্পাদক হৃত্বিক

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষা এবং অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃত্বিক কুমার নাথ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

‎শনিবার (১০ জানুয়ারি) কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির ‘দায়িত্ব হস্তান্তর বার্ষিক বনভোজন-২০২৬’ এ দায়িত্ব হস্তান্তর করা হয়। 

‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ‎সহ-সভাপতি পদে তন্ময় মজুমদার, তাসনিয়া তিথি, ‎যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম, লাবনী রানী মন্ডল, শেখ অনুপম নাফি, সংগীতা নাহার, শ্রাবন্তী জামান সিমু, মনিরুল ইসলাম আলিফ, জাকারিয়া মাহমুদ, নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক পদে প্রান্ত রায়, মাশরিকা জাবিন, সোহানুর রহমান সোহান, নাসিফ উদ্দিন সৌম্য, রাইসুল নাহার সিয়াম, আদিল হাসান সোহাগ, দপ্তর সম্পাদক পদে মো. ওবাইদুল ইসলাম, উপদপ্তর সম্পাদক পদে মো. আসাদুজ্জামান, বন্যা রানী, প্রচার সম্পাদক পদে মেহেদী হাসান বাপন, উপপ্রচার সম্পাদক পদে তাজমুল মুস্তাক, মোছা. নিশি। 

অর্থ সম্পাদক পদে মো. তরুন আহমেদ, উপঅর্থ সম্পাদক পদে মো. সাব্বির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে শ্রাবন্তী ভট্টাচার্য প্রজ্ঞা, উপসাংস্কৃতিক সম্পাদক পদে নুরজাহান সিতুমা, ‎ক্রিড়া সম্পাদক পদে হাসানুজ্জামান বাধন, উপক্রিড়া সম্পাদক পদে মো. জহির রহিম, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফাতেমা জান্নাত, উপশিক্ষা ও গবেষণা সম্পাদক পদে উম্মাদুস শামসী তুষ্ট, আব্দুল্লাহ আল নোমান, ‎সাহিত্য সম্পাদক পদে মো. মুস্তাকিন, উপসাহিত্য সম্পাদক পদে মো. সামিম রেজা, মোছা. সোভা আক্তার, আপ্যায়ন সম্পাদক পদে রোহান আহমেদ উল্লাস, উপআপ্যায়ন সম্পাদক পদে নাজমুন নাহার সোভা, আবিরুজ্জামান আঁকন।

‎এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- তানিয়া সুলতানা প্রিতি, নাহিদুল ইসলাম শান্ত, নূর আহাদ মাশরাফি, তাহমিদ অর্ণব, রিফাত জামান, ফাইম সারোয়ার, মুশফিকুর রহমান সিয়াম, আফিয়া মাহমুদা মিম, যমুনা খাতুন, মুন্নি খাতুন, আজগর আলি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন