Logo
Logo
×

শিক্ষা

জকসু নির্বাচনে ভোট গণনায় পাল্টে গেল চিত্র, ৮০ ভোটে এগিয়ে শিবির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম

জকসু নির্বাচনে ভোট গণনায় পাল্টে গেল চিত্র, ৮০ ভোটে এগিয়ে শিবির

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনায় নাটকীয় পরিবর্তন দেখা দিয়েছে। টানা দশটি কেন্দ্রে পিছিয়ে থাকার পর আবারও এগিয়ে গেছেন ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। একই সঙ্গে জিএস ও এজিএস পদেও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৬টার দিকে নাট্যকলা বিভাগের ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এতে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী একেএম রাকিবের চেয়ে ৮০ ভোটে এগিয়ে যান রিয়াজুল ইসলাম।

এর আগে ২০টি কেন্দ্রের ফলাফলে রাকিব এগিয়ে ছিলেন। তবে নতুন পাঁচটি কেন্দ্রের ফলাফলে পরিস্থিতি পাল্টে যায়।

২৫টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে দেখা যায়, শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২,৯৮৩ ভোট। অপরদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ২,৯০৩ ভোট।

শীর্ষ তিন পদ— ভিপি, জিএস ও এজিএস—এ শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক পদে ছাত্রদল এগিয়ে রয়েছে। এছাড়া নির্বাহী সদস্য পদেও ছাত্রদল সমর্থিত কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

এ পর্যন্ত ঘোষিত ২৫টি কেন্দ্র হলো: মার্কেটিং, ফার্মেসি, পরিসংখ্যান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, ফাইন্যান্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বায়োকেমিস্ট্রি, নৃবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, প্রিন্টমেকিং–ভাস্কর্য–ড্রয়িং, প্রাণিবিদ্যা, ভূগোল ও পরিবেশ, উদ্ভিদবিজ্ঞান, সিএসই, ভূমি ব্যবস্থাপনা ও আইন, দর্শন, গণিত, ইসলামিক স্টাডিজ, আইইআর, ইংরেজি এবং নাট্যকলা বিভাগ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন