Logo
Logo
×

শিক্ষা

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটার উপস্থিতির হার প্রায় ৬৫ শতাংশ। এছাড়া হল সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ শতাংশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ। এ সময় ভোট গণনা শুরুরও ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

ভোট গণনার বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আমরা এখনই ভোট গণনার কাজ শুরু করব। প্রথমে ব্যালট পেপার ম্যানুয়ালি স্ক্রিনিং করে দেখা হবে। ব্যালটে ক্রস চিহ্ন ছাড়া অন্যচিহ্ন আছে কিনা। ক্রস ছাড়া অন্য কোনো চিহ্ন কোনো প্রার্থীর নামে পাশে থাকলে ওই পদের ভোটটি বাতিল হবে।

এর আগে, সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তবে নির্ধারিত সময়ের পরও অর্থনীতি, ইসলামিক স্টাডিজসহ বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এসব ভোটার নির্ধারিত সময়ের পরও ভোট প্রদান করেছেন।

ভোট গ্রহণ শেষে সব কেন্দ্রের ভোট শেষ হওয়া ব্যালট বক্স আনা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের নিয়ন্ত্রণ কক্ষে। ভোট গণনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৬৪৯ জন ভোটার ছিল। ওএমআর মেশিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন