হৃদরোগ রোগের আক্রান্ত হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
রাবি প্রতিনিধি :
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে পৌনে ৪টার দিকে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত ওই শিক্ষার্থীর নাম পঙ্কজ সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা সুনামগঞ্জ জেলায়।
নিহতের সহপাঠী সোহাগ জানান, ‘প্রথম কয়েকদিন ক্লাস করার পর হার্ডের সমস্যার জন্য সে বাড়িতে চলে গেছিল। পরবর্তীতে ভারতের ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য যান। চিকিৎসা শেষে পুনরায় ক্যাম্পাসে এসে আমাদের কাছে সাহায্যের কথা বলেন। কিন্তু আমরা সাহায্য করার আগেই সে চলে গেল।’
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক এ কে এম মাসুদ রেজা বলেন, ‘আমি মৃত শিক্ষার্থীর ভাইয়ের সাথে কথা বলে জানতে পারি, সেই রক্তশূন্যতা, হার্ডের সমস্যা, জন্ডিসসহ নানা রোগে ভুগছিল। সব মিলিয়ে তাঁর মৃত্যু হয়েছে।’



