রানা হত্যার বিচারের দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম
রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেছেন তার সহপাঠীরা। রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা সড়কে নামলে ফার্মগেট ও আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
নিহত রানার সহপাঠী ও বন্ধু হাবিব রহমান বলেন, রানা হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তিনি জানান, এর আগেও তারা সড়ক অবরোধ করেছিলেন এবং তখন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল। কিন্তু এখনো চিহ্নিত খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
হাবিব রহমান আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সিসিটিভি ফুটেজে যাদের শনাক্ত করা গেছে, তারা এখনো আইনের আওতার বাইরে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৬ ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আহত অবস্থায় চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর মগবাজারের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
শিক্ষার্থীরা দ্রুত তদন্ত শেষ করে সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।



