ভর্তি পরীক্ষার হলে মেয়ে, বাইরে অপেক্ষমাণ বাবার মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ইব্রাহীম খলিল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে মেয়ে নাশিতা তাসনিমকে ভর্তি পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষমাণ অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও নগরের বেসরকারি হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মো. ইব্রাহীম খলিলের পৈত্রিক বাড়ি কুমিল্লায়। তবে তিনি চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারের একটি বাসায় ভাড়া থাকতেন।
জানা গেছে, মো. ইব্রাহীম খলিল মেয়ে নাশিতা তাসনিম নিয়ে তিনি চবিতে আসেন। শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন। এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলে দ্রুত বিষয়টি চবি মেডিকেল সেন্টারকে জানানো হয়। সেখানে দায়িত্বরত ডাক্তার প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের কথা জানান। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত হন যে মো. ইব্রাহীম খলিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এরপর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে এই ঘটনায় তার মেয়েকে পরীক্ষার্থী হিসেবে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না।



