খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রীয় শোক
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা পেছাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।
পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) একই সময়ে এবং পূর্বনির্ধারিত কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়, কেন্দ্র ও অন্যান্য শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, অনিবার্য কারণেই পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগে জানানো হয়েছিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ২ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে সরকারিভাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।



