Logo
Logo
×

শিক্ষা

তীব্র আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

Icon

রাবি প্রতিনিধি :

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পিএম

তীব্র আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী ছয়জন ডিন পদত্যাগ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত এক সভায় তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার।

তিনি বলেন, “শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে আমরা আলোচনা করেছি। সভায় ডিনরা তাদের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানান।”

এদিকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস এম একরাম উল্ল্যাহ বলেন, “আজ কী ঘটেছে সে বিষয়ে আমি বিস্তারিত জানি না। তবে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছিআমরা আর দায়িত্ব পালন করতে আগ্রহী নই।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এর আগে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ দাবিতে রোববার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্সে অবস্থান নেন। এ সময় তারা ডিনস কমপ্লেক্সসহ বিভিন্ন ভবনে অবস্থিত সংশ্লিষ্ট ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তবে ওই দিন কোনো ডিন বা সংশ্লিষ্ট বিভাগের শিক্ষককে ক্লাসে উপস্থিত দেখা যায়নি।

পরে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা রেজিস্ট্রার দপ্তরে গিয়ে তাদের দাবি উপস্থাপন করেন। এ সময় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল দাবি আদায় না হওয়া পর্যন্ত রেজিস্ট্রার ভবন ত্যাগ না করার ঘোষণা দেন। একপর্যায়ে শিক্ষার্থীরা রেজিস্ট্রার দপ্তরসহ উপ-উপাচার্য ও প্রক্টর দপ্তরেও তালা ঝুলিয়ে দেন।

প্রায় আধা ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টর ও জনসংযোগ দপ্তরের প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত ছাড়াই রাতে আরেক দফা সভা ডাকার ঘোষণা দিয়ে সভা সমাপ্ত করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর শিক্ষক সমিতি, ডিন, সিন্ডিকেট, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি এবং শিক্ষা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২টি অনুষদের মধ্যে ডিন নির্বাচনে আওয়ামীপন্থী হলুদ প্যানেল থেকে ছয়জন প্রার্থী নির্বাচিত হন। গত বুধবার ডিনদের নির্ধারিত মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হলেও, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান ডিনদের স্ব-পদে বহাল থাকার নির্দেশ দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন