Logo
Logo
×

শিক্ষা

ডেইলি স্টার ও প্রথম আলো অফিসে হামলার প্রতিবাদে রাবি রিপোর্টার্স ইউনিটি নিন্দা

Icon

রাবি প্রতিনিধি :

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

ডেইলি স্টার ও প্রথম আলো অফিসে হামলার প্রতিবাদে রাবি রিপোর্টার্স ইউনিটি নিন্দা

ছবি : সংগৃহীত

‎দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

‎শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি  প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

‎সংগঠনটির সভাপতি সোহাগ আলী এবং সাধারণ সম্পাদক  আলজাবের আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, 'প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলা এবং নিউ এজের সম্পাদক নুরুল কবীরের ওপর ন্যাক্কারজনক আক্রমণ স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত। রুরু এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানায়।

‎নেতৃবৃন্দ আরও বলেন, 'রুরু'র নেতৃবৃন্দ বলেন, যারা গণতন্ত্রের কথা বলে সংবাদমাধ্যমে হামলা, অগ্নিসংযোগ, অফিস ভাঙচুর কিংবা সম্পাদকদের ওপর শারীরিক আক্রমণ চালায়, তারা প্রকৃত অর্থে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী নয়। ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাংবাদিকতার কণ্ঠরোধ করা যাবে না, সাংবাদিক সমাজ এ বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে।‎

‎গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর একদল গোষ্ঠী শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও ও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে রাত পৌনে ১২টার দিকে তারা লাঠিসোটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা ডেইলি স্টার ভবনের দিকে যায়। সেখানে হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। রাত পৌনে ৩টার দিকে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর হামলার প্রতিবাদ জানাতে ডেইলি স্টার ভবনের সামনে যান। এ সময় হেনস্তার শিকার হন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন