Logo
Logo
×

শিক্ষা

‎বিজয় দিবসে রাবি'র প্রথম শহীদ মিনার পরিচ্ছন্নতায় গ্রীন ভয়েস

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

‎বিজয় দিবসে রাবি'র প্রথম শহীদ মিনার পরিচ্ছন্নতায় গ্রীন ভয়েস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম শহীদ মিনার অবহেলিত ও অপরিচ্ছন্ন অবস্থায় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস রাবি'র প্রথম শহীদ মিনারে বিজয় দিবসে পরিচ্ছন্নতা কার্যক্রম করেন।

‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ একাডেমি ভবনে সামনে এই কার্যক্রম শুরু হয়। 

‎রাবি ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম বলেন, "রাবি'র প্রথম শহীদ মিনার অযত্ন অবস্থায় দেখে ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম করলাম। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি সেনাবাহিনী বিস্ফোরকের মাধ্যমে গুড়িয়ে দিয়েছিল। আমরা বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ করছি"

‎গ্রীন ভয়েস, রাবি'র ছাত্র উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, " আজ বিজয় দিবস অথচ দুপুর ১২ টা পর্যন্ত আমরা দেখলাম রাবি'র প্রথম এই শহীদ মিনারটি অযত্নে রাখা হয়েছে। তাই আমরা গ্রীন ভয়েস এর সদস্যরা পরিচ্ছন্নতা কার্যক্রম এবং শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করলাম"

‎গ্রীন ভয়েস রাবির সাবেক সভাপতি আশিকুর রহমান শহীদদের স্মরণে নির্মিত এই স্থাপনা কে যথাযোগ্য মর্যাদায় দেখার জন্য রাবি প্রশাসনকে আহবান জানান।

‎উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, রাবি'র আইটি সম্পাদক এবং সমকাল সুহৃদ রাবি'র মোহাম্মদ খালিদ, গ্রীন ভয়েস রাবি'র সাবেক সদস্য মিমি, তানফির সহ সবুজ বন্ধুরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন