রাজশাহী ডিভিশনের ইউনিস্যাব নতুন নেতৃত্বে রাকিব–সিয়াম
রাবি প্রতিনিধি :
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
ছবি : সংগৃহীত
ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী ডিভিশনের ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজশাহী বিভাগের সাবেক আঞ্চলিক সম্পাদক মো. শিহাব মিয়ার নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ টিম এই কমিটির অনুমোদন দেয়।
নতুন কমিটিতে আঞ্চলিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুজ্জামান রাকিব এবং সহকারী আঞ্চলিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতিয়াজ আহমেদ সিয়াম। ৩৮ সদস্যের এই কমিটি রাজশাহী ডিভিশনের যুবসমাজের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় কাজ করবে।
ইউনিস্যাব একটি স্বেচ্ছাসেবী ও যুবনেতৃত্বাধীন জাতীয় সংগঠন, যা ২০১৪ সাল থেকে যুব নেতৃত্ব উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। রাজশাহী ডিভিশনে সংগঠনটি নিয়মিত নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি, সামাজিক উদ্যোগ এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্ট আয়োজন করে আসছে।
নতুন কমিটিতে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ৯টি উইং গঠন করা হয়েছে। এগুলো হলো, অ্যাডমিনিস্ট্রেশন, ব্র্যান্ডিং অ্যান্ড প্রোমোশন, ডকুমেন্টেশন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস, লজিস্টিকস অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট।
অ্যাডমিনিস্ট্রেশন উইংয়ের কো-অর্ডিনেটর ইবাইদুর রহমান খান, ব্র্যান্ডিং অ্যান্ড প্রোমোশনে মো. আকিব, ডকুমেন্টেশনে মৌমিতা হক মেঘা, এক্সটার্নাল অ্যাফেয়ার্সে অর্নব কুমার ধর, রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টে তানজিলা আক্তার, লজিস্টিকস অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্টে হৃদয় মন্ডল, মিডিয়া অ্যান্ড পাবলিকেশনসে তাসনিয়া বিনতে মাহমুদ ও সুমন কুমার দাস, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টে ইমতিয়াজ আহমেদ নিয়াদ এবং হসপিটালিটি ম্যানেজমেন্টে আকসা আক্তার অনন্যা দায়িত্ব পালন করবেন।
এছাড়া কমিটিতে বিভিন্ন কার্যক্রমে সহায়তার জন্য একাধিক এক্সিকিউটিভ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইউনিস্যাব শিক্ষার্থীদের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে RU Talent Hunt, UNYSAB Xcelerate, UNYSAB MUN, National Youth Leadership Summit 2025 এবং National Talent Fest 2025-এর মতো গুরুত্বপূর্ণ আয়োজন করেছে। পাশাপাশি Eid for Street Children, Project Clean & Care এবং Week for Humanity-এর মতো সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের মধ্যে মানবিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।



