Logo
Logo
×

শিক্ষা

‎রাবিতে "গ্রীন ভয়েস" নবীন বরণ অনুষ্ঠিত

Icon

রাবি প্রতিনিধি :

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

‎রাবিতে

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েসের নবীব বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মাঠে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে সংগঠনের বর্তমান নেতৃবৃন্দ নবীনদের উদ্দেশে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম ও গাছ লাগানো সহ বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা গ্রীন ভয়েসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নবীনদের অংশগ্রহণের সুযোগ নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথি'র বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, "গ্রীন ভয়েস পরিবেশ বিষয়ক কার্যক্রম দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তারা ক্যাম্পাসটাকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে প্রায়ই পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপণ এবং বৃক্ষ বিতরণ করেন, তারা অন্যদের থেকে ডিফরেন্ট। সবুজ ক্যাম্পাস গড়তে উপস্থিত সবাইকে উদ্বুদ্ধ করেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম

রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক  অধ্যাপক ড. আকতার বানু, অধ্যাপক ড. ফৌজিয়া এদিব ফ্লোরা, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব এবং বাপা জাতীয় কমিটির সদস্য জামাত খান।

গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক এবং বাপা'র সাধারণ সম্পাদক জনাব মোঃ আলমগীর কবির বলেন "আমরা সারাদেশে পরিবেশবান্ধব  কার্যক্রম করেতেছি। সবুজ ও সুন্দর বাংলাদেশ বির্নিমানই আমাদের লক্ষ্য। ২০০৫ সাল থেকে পরিবেশ নিয়ে গ্রীন ভয়েস কাজ করে আসছে।"

গ্রীন ভয়েস  রাবির ছাত্র উপদেষ্টা মোঃ আহসান হাবিব বলেন,  ক্লিন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস বির্নিমানই গ্রীন ভয়েস, রাবি'র অন্যতম উদ্দেশ্য। এজন্য বৃক্ষ রোপণ, বৃক্ষ বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম করে আসছি। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ ও এগিয়ে নিতে কার্যক্রম করি।

নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি মাহিন আলমের সভাপতিত্বে শতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন