Logo
Logo
×

শিক্ষা

রাবিতে আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ীদের সংবর্ধনা

Icon

রাবি প্রতিনিধি :

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

রাবিতে আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ীদের সংবর্ধনা

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আদিবাসী শিক্ষার্থীদের নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে জুম্ম স্টুডেন্টস অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, নতুন জায়গায় প্রথম দিকে অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। তোমরা পরিবার থেকে দূরে এসেছো; মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। বিশ্ববিদ্যালয় তোমাদের যেন স্বস্তিকর পরিবেশ দিতে পারে- এটা আমরা নিশ্চিত করব।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিদায়ের সময় মন খারাপ থাকবেই। তবে সামনে তোমরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। আচরণ ও মেধার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের পরিচয় ফুটে উঠবে।

ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র তোমাদের দিকে প্রত্যাশার চোখে তাকিয়ে আছে। এখানে এসে থেমে গেলে চলবে না; আরও এগোতে হবে।পাহাড়ি এলাকাসহ দূর অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের বড় ভাই বোন ও শিক্ষকরা অভিভাবকের ভূমিকা পালন করবেন।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং বলেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে তোমরা এখানে এসেছো। মেধা ও যোগ্যতা থাকলেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মেলে। ফলাফলই শেষ পর্যন্ত বলবে, তোমরা কত দূর এগোতে পেরেছো। এই বিশ্ববিদ্যালয়ে এখনও আদিবাসী শিক্ষক নেই। ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই কেউ সেই অবস্থানে পৌঁছাক- এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম ও সমতলের বিভিন্ন নৃগোষ্ঠীর অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন