Logo
Logo
×

শিক্ষা

রাবিতে আট দিনব্যাপী বই মেলা শুরু

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

রাবিতে আট দিনব্যাপী বই মেলা শুরু

ছবি : সংগৃহীত

‎প্রকাশনা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজন করা হচ্ছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় বইমেলা ২০২৫’। 

‎বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ একাডেমি ভবনের সামনে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব ফিতা কেটে বই মেলা উদ্বোধন করেন। আট দিনব্যাপী এ বইমেলা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথির দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. মাঈন উদ্দীন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. ফরিদ উদ্দীন খান।

‎প্রফেসর মাহফুজুর রহমানের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

‎উদ্বোধনী বক্তব্যে উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, বই মানুষের মনন গঠন ও চিন্তার জগৎ বিস্তারে অনন্য ভূমিকা রাখে। শিক্ষার্থীদের বই পড়ায় আরও উৎসাহী করতে রাবিতে নিয়মিতভাবে এমন আয়োজন হওয়া প্রয়োজন। এই বইমেলার মাধ্যমে নতুন–পুরোনো ও প্রতিষ্ঠিত লেখকদের এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হচ্ছে যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে বইমেলাকে আমরা বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে আরও বৃহৎ পরিসরে আয়োজন করতে চাই।

‎সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. ফরিদ উদ্দীন খান বলেন, বইমেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক ঐতিহ্য। জ্ঞানের চর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধিতে বইমেলার বিকল্প নেই। রাবির শিক্ষক, শিক্ষার্থী, প্রকাশনা সংস্থা এবং অতিথিদের সমন্বয়ে এই আয়োজন আরও অর্থবহ হয়ে উঠেছে। সফলভাবে আয়োজন করতে সহযোগিতা করা উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

‎উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. মাঈন উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগ এবারও নিজস্ব স্টল নিয়ে বইমেলায় অংশ নিয়েছে। আমাদের প্রকাশিত বই ও বিভিন্ন জার্নাল পাঠকদের জন্য খুবই সাশ্রয়ী মূল্যে উপলব্ধ রাখা হয়েছে। বইমেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যে আগ্রহ দেখা যাচ্ছে, তা সত্যিই উৎসাহব্যঞ্জক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন