ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে রোববার (৭ ডিসেম্বর)। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
কোনো ধরনের লিখিত অথবা অফলাইনে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
১৬ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান), পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এ বছরে সিলেকশন থাকবে না এবং পরীক্ষা নেওয়া হবে দুই শিফটে। প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায়। এছাড়া,এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।



