Logo
Logo
×

শিক্ষা

রাবিতে তীর্থক নাটকের সভাপতি আনোয়ার, সম্পাদক তন্বী

Icon

রাবি প্রতিনিধি :

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

রাবিতে তীর্থক নাটকের সভাপতি আনোয়ার, সম্পাদক তন্বী

ছবি : সংগৃহীত

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তীর্থক নাটকের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বি এস এম আনোয়ার আমজাদকে সভাপতি ও আশরাফুন্নাহার তন্বীকে সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে। 

‎শনিবার (৬ ডিসেম্বর) সংগঠনের নিজ মহড়া কক্ষে অনুষ্ঠিত ২৫তম বার্ষিক সভায় এ কমিটি গঠিত হয়।

‎১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি আল আরাফাত হোসেন সৈকত, সহ-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিফাইয়া রাজ্জাক রিফা, প্রযোজনা সম্পাদক মো. ফাহিম শাহরিয়ার, কোষাধ্যক্ষ সাদিকা ইয়াসমিন আশা, প্রচার সম্পাদক সাকিব হাসান, দপ্তর সম্পাদক স্মরণী রায় লুই। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন পুলক শ্রী শীল ও প্রসেনজিৎ দেবনাথ।

‎সভাপতি আনোয়ার আমজাদ বলেন, নাটক কেবল শিল্পচর্চার মাধ্যম নয় শোষণমুক্তির সংগ্রাম, বৈষম্যরোধ ও সামাজিক সচেতনতা সৃষ্টির কার্যকর হাতিয়ারও হতে পারে। 

‎তিনি আরও বলেন, তীর্থক নাটক দেশজ, সুষ্ঠু ও স্বাভাবিক সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেবে এবং নাট্য আন্দোলনকে আরও বেগবান করবে এমন প্রত্যাশা করি।

‎সাধারণ সম্পাদক তন্বী বলেন, নাটকের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরতে চাই, পাশাপাশি সচেতনতা সৃষ্টি করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাই। সুস্থ ও স্বাভাবিক সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনে আরও শক্তিশালী ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং এই পথচলায় সবার সহযোগিতা কামনা করছি।

‎উল্লেখ্য, তীর্থক নাটক বিশ্ববিদ্যালয়ের একটি নাটকের সংগঠন। ‘'নাটক শুধুই শিল্প নয়, শোষণ মুক্তির হাতিয়ার’' স্লোগানকে ধারণ করে ক্যাম্পাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের অন্যতম নাটকের সংগঠন। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন