Logo
Logo
×

শিক্ষা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাবি ছাত্রদলের দোয়া মাহফিল

Icon

‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাবি ছাত্রদলের দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এ আয়োজন করে।

‎মাহফিলে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দীন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, রাবি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা এবং শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

‎রাবি শাখার ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। খালেদা জিয়ার এই সংকটময় সময়ে শিশু থেকে শুরু করে সবাই তার জন্য দোয়া করে এবং অনেকেই তার সুস্থতার জন্য রোজা রেখেছেন ও দান সদকা করে যাচ্ছেন।

‎উপউপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দীন বলেন, বেগম খালেদা জিয়াকে টর্চার সেলে লক্ষাধিক বন্দির বিপরীতে একা রাখা হয়েছিল, যা ছিল অত্যন্ত অমানবিক। কোনো দেশের নেতৃত্বকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তবে সেই জাতি পঙ্গু হয়ে পড়ে।

‎তিনি আরও বলেন, জাতি বেগম খালেদা জিয়াকে একটি সাধারণ ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে জানে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি- খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসতে পারেন।

‎রাবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমান হাবিব বলেন,  দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা অনস্বীকার্য। দেশের সবচেয়ে কঠিন ও সংকটময় মুহূর্তেও তিনি দেশত্যাগ করেননি। তার এক ছেলে মৃত্যুবরণ করেন এবং আরেক ছেলে কারাবন্দি থাকা অবস্থায় তাকে বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি দেশ ছাড়েননি। ফ্যাসিস্ট শাসনামলে তাকে ন্যূনতম সম্মানটুকুও দেওয়া হয়নি।

‎তিনি আরও বলেন, আল্লাহর অশেষ কুদরতে আজ তাকে ভিভিআইপি ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে দলমত নির্বিশেষে সবাই উপলব্ধি করেছে, তিনি জাতির জন্য কতটা প্রয়োজনীয়। আমরা তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন