Logo
Logo
×

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মদ তৈরির কারখানা, গ্রেফতার এক

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মদ তৈরির কারখানা, গ্রেফতার এক

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে মদ তৈরি ও বন্যপ্রাণী শিকারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন পাহাড় থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তার দেখায়।

প্রক্টরিয়াল বডি জানায়, সুমন তার ঘরের পাশেই মদ তৈরি করতেন। তার ছোট বেড়ার ঘরের পেছনের লম্বা বারান্দাজুড়ে মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম ছিল। পরে ঘর তল্লাশিতে সদ্য প্রস্তুত করা প্রায় ৩০ লিটার চোলাই মদসহ নানান উপকরণ জব্দ করা হয়েছে।

জানা যায়, বহিরাগতদের চলাচল বাড়ায় নজরদারি বাড়ায় প্রক্টরিয়াল বডি। এরপর সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে সুমন চাকমার বাড়িতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীর নেতৃত্বে অভিযান চালানো হয়। রাত সাড়ে তিনটায় এ অভিযান শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গ্রেপ্তার ব্যক্তির সুমন চাকমা (৫০) খাগড়াছড়ি জেলার বাসিন্দা। সুমন বিশ্ববিদ্যালয় থেকে চাষাবাদ করার জন্য জমি ইজারা নিয়েছিলেন। তবে চাষাবাদের আড়ালে তিনি সেখানে চোলাই মদ তৈরির কারখানা গড়ে তোলেন। পাশাপাশি পাহাড়ের বন্য প্রাণী শিকার করে আসছেন তিনি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ প্রথম আলোকে বলেন, সুমন চাকমাকে রাতেই থানায় সোপর্দ করা হয়। ভাড়া নেওয়া জমিতে অবৈধভাবে মদের ব্যবসা ও অনুমতি ছাড়া গাছ কাটায় তার ইজারা বাতিল করা হবে এবং তাকে জরিমানাও করা হবে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সুমন চাকমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে। তাকে আপাতত হাটহাজারী থানা হেফাজতে রাখা হয়েছে। আজ মঙ্গলবার আদালতে নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন