ভোক্তা অধিকার সংগঠন 'কনশাস কনজ্যুমার্স সোসাইটি' (সিসিএস) এর যুব শাখা 'কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ' (সিওয়াইবি) এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রবি) শাখার ৩৩ সদস্যের কমিটি গঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাদমান প্যারিসকে সভাপতি ও ছাপচিত্র বিভাগের কাজী মোজাদ্দেদী আলফে সানীকে সাধারণ সম্পাদক এই কমিটি গঠিত হয়।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রিমি আক্তার, তাজুল ইসলাম, কৌশিক কুন্ডু কাব্য, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, মো হাফিজুর রহমান শুভ, সাংগঠনিক সম্পাদক আসিফ তালুকদার, অফিস সম্পাদক জুনাইদ ইবনে জাহাঙ্গীর, সহ-অফিস সম্পাদক শাহরিয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ ফরহাদ মাহমুদ, সহ-অর্থ সম্পাদক মাইশা সাদিক, প্রচার সম্পাদক নূর নবী, সহ-প্রচার সম্পাদক মির কাদির, এম. এ. হোরায়রা সরকার, প্রান্ত দাশ, তথ্য ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল্লাহ হোসেন, সহ-তথ্য ও প্রকাশনা সম্পাদক জাহিরা বিনতে জাকির, মো: রুমন হাসান, সাংস্কৃতিক সম্পাদক লাবিবা সিদ্দিকী রিপ্তি, সুমাইয়া শিমু।
এছাড়াও সাহিত্য ও বিতর্ক সম্পাদক পদে আয়েশা সিদ্দিকা জাহান, সহ-সাহিত্য ও বিতর্ক সম্পাদক তাসনিম তাইয়িবা, ছাত্র-কল্যাণ সম্পাদক মুশফিকা ইয়াসমিন মম, সহ-ছাত্র-কল্যাণ সম্পাদক জিহাবুর ইসলাম, তাকিয়া বিনতে ইমাম, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক এমরান হোসেন, সহ-পরিবেশ ও সমাজসেবা সম্পাদক কাউসার ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক খন্দকার ফারদিন ইসলাম রাদ, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মুনাব্বির, ক্রীড়া সম্পাদক মোঃ রাকিব হাসান, সহ-ক্রীড়া সম্পাদক হুজাইফা রহমান, হৃদয় মন্ডল রয়েছেন।
ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. মাহবুবুর রহমান, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহবুবার রহমান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন।
উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৭৯টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ লক্ষাধিক স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।



