Logo
Logo
×

শিক্ষা

রাবিতে নরসিংদী জেলা সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

Icon

রাবি প্রতিনিধি :

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম

রাবিতে নরসিংদী জেলা সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নরসিংদী জেলা সমিতির নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাছানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। তিনি বলেন, ‘কাজ করতে হলে পরিচিত হওয়া প্রয়োজন। আপনারা একসঙ্গে থেকে কাজ করবেন, কিন্তু অন্ধ জাতীয়তাবাদে মেতে উঠবেন না। যারা বিদায় নেবেন, তারা জেলা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন। মাতৃভূমিকে সর্বদা মনে রাখবেন।’

সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘নরসিংদীর মানুষ অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে প্রথম সারির অনেক শিক্ষার্থীই নরসিংদীর। এই সমিতি এমন এক স্থান, যেখানে এলাকার স্বাদ পাওয়া যায়। নরসিংদীর মানুষের সঙ্গে বসলে এখানেও নরসিংদীকে অনুভব করি।’

আরেক উপদেষ্টা প্রভাষক শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘নরসিংদী জেলা সমিতি আমাদের পরিবারের মতো। এই পরিবার রক্ষায় ঐক্য অপরিহার্য। ক্যাম্পাস আমাদের স্বাধীনতা দিয়েছে, তবে এর অপপ্রয়োগ যেন না হয়। সারাদেশের পাশাপাশি এই ক্যাম্পাসে নরসিংদীকে একটি শক্তিশালী ব্যান্ড হিসেবে পরিচিত করা উচিত।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আদনান সামি। এছাড়া অনুষ্ঠানে নরসিংদী জেলার প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন