রাবিতে ‘এক্সপ্লোরিং রিসার্চ ফান্ডামেন্টালস’ অনলাইন সেমিনার অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম
গুগল মিটে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণ করে।
হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্যোগে ‘এক্সপ্লোরিং রিসার্চ ফান্ডামেন্টালস’ বিষয়ক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়। গুগল মিটে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণ করে।
এ রিসার্চ সেমিনারের প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. তারান্নুম নাজ ফার্মেসি বিভাগ এবং উপদেষ্টা, হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
তিনি গবেষণার পরিচিতি, গবেষণার বিভিন্ন ক্ষেত্র ও সুযোগ, গবেষণাপত্র পড়ার কৌশল, গবেষণাপত্র লেখার নীতি, গবেষণা ও প্রকাশনায় নৈতিকতা, গবেষণা ও প্রকাশনার সাধারণ চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা করেন।
সেমিনারের সভাপতি মো. আরিফুর ইসলাম বলেন, হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন- রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য সচেতনতা ও খাদ্য নিরাপত্তা কাজের পাশাপাশি স্বাস্থ্য ও খাদ্য বিষয়ক রিসার্চ নিয়েও কাজ করবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা রিসার্চ নিয়ে প্রথম সেমিনার করেছি। একটা ছিল আমাদের ক্লাবের রিসার্চের হাতেখড়ি। আমরা রিসার্চকে আরো প্রসারিত করতে চাই। বিভিন্ন টুলস, রিসার্চ পরিকল্পনা, রিসার্চ লেখা, গবেষণার পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে সামনে আমাদের বিষয়ক প্রোগ্রাম থাকবে।
আয়োজকদের মতে, গবেষণা-পদ্ধতির প্রাথমিক ধারণা থেকে শুরু করে প্রকাশনাসংক্রান্ত সমস্যাগুলোর বাস্তবিক দিক তুলে ধরা হয়েছে এই সেশনে, যা অংশগ্রহণকারীদের গবেষণায় যুক্ত হওয়ার অনুপ্রেরণা ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে।



