Logo
Logo
×

শিক্ষা

রাবিতে পরিবেশবান্ধব ই–কার চালু

Icon

‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

রাবিতে পরিবেশবান্ধব ই–কার চালু

শিক্ষার্থীদের সুলভ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক কার (ই-কার) চালু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। 

‎বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রুয়ার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান ও উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব পাঁচটি ইলেকট্রিক কারের উদ্বোধন করেন।

‎রুয়ার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই। অ্যাডহক কমিটি দিয়েই তারা অ্যালামনাই অ্যাসোসিয়েশন চালাচ্ছে। রুয়ার নির্বাচিত প্রতিনিধিদের একটি সংস্কার উদ্যোগ হলো এই ই-কার। এটি শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট অনেকটাই কমাবে বলে আমরা আশা রাখছি।

‎তিনি আরও বলেন, আমরা এর আগে রুয়ার পক্ষ থেকে বিসিএস পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য ১১টি বাসের ব্যবস্থা করেছিলাম। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করার বিষয়েও আমাদের পরিকল্পনা রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের সামগ্রিক উন্নয়নের স্বার্থে আমরা সামনেও এমন কাজ করে যাবে।

‎উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমরা অ্যালামনাসদের ভোটে নির্বাচিত একটি রুয়া পেয়েছি। আমরা ইতোমধ্যেই দেখেছি রুয়া শুধু ই-কার নয়, শিক্ষার্থীদের কল্যাণে আরও বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। তাদের পরিবেশবান্ধব কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই আমরা প্রত্যাশা করব।

‎রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্যতম একটি বিষয় ছিল পরিবহন ব্যবস্থা সহজ করা। আমরা সেখানে ই-কার চালুর কথাও বলেছিলাম। রুয়াকে ধন্যবাদ জানাই তাদের মাধ্যমে এটি বাস্তবায়ন হলো। শিক্ষার্থীরা যেন রুয়ার গুরুত্ব বুঝতে পারে, সেজন্য রুয়া ভবিষ্যতেও এমন কাজ করে যাবে বলে আমরা আশা রাখছি।

‎এ সময় উপউপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন (প্রশাসন), অধ্যাপক ফরিদ উদ্দিন খান (শিক্ষা), বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং রাকসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন