ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত কাঠামোর বিরুদ্ধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০১:০৭ পিএম
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলভিত্তিক কাঠামোর আওতায় ঢাকা কলেজকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কলেজটির উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে ঢাবি সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘স্কুলিংয়ের ঠিকানা, ঢাকা কলেজ হবে না’, ‘ঢাকা কলেজের আঙিনায় স্কুলিং-এর ঠাঁই নাই’, ‘ইউজিসির কালো হাত ভেঙে দাও’ ইত্যাদি। প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিনের ইতিহাস ও স্বকীয়তা নিয়ে গড়ে ওঠা ঢাকা কলেজে বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট নতুন স্কুলিং কাঠামো যুক্ত করা হলে প্রতিষ্ঠানের ঐতিহ্য ক্ষুণ্ন হবে। তাদের অভিযোগ, প্রস্তাবটি দেওয়া হয়েছে শিক্ষার্থীদের মতামত ছাড়াই।
এর আগে ২৩ নভেম্বর একই দাবিতে তারা অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
এদিকে, রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় জানায়, ঢাকা কলেজসহ সাতটি কলেজকে একত্র করে চারটি স্কুলে বিভাজনের প্রস্তাব করা হয়েছে এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদানও চালু থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত খসড়ায় ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বে গঠিত কমিটি অংশীজনদের মতামতের ভিত্তিতে এই কাঠামো প্রস্তাব করেছে। বর্তমানে সংসদ না থাকায় অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ আকারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।



