Logo
Logo
×

শিক্ষা

শেখ হাসিনা ফাঁসির রায় প্রকাশ, রাকসুর আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ

Icon

রাবি প্রতিনিধি :

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

শেখ হাসিনা ফাঁসির রায় প্রকাশ,  রাকসুর আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ

ছবি : সংগৃহীত

‎গত বছর জুলাই-আগস্ট গণহত্যার নীল নকশাঁকারী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হওয়ার উল্লাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) মিষ্টি বিতরণ করেছে৷ 

‎সোমবার (১৭ নভেম্বর) রাকসু ভবনের সামনে এই মিষ্টি বিতরণ করে রাকসুর ভিপি জিএস সহ অন্যান্য প্রতিনিধিগণ৷ 

‎ এ বিষয়ে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন শিক্ষক পর্যন্ত যেভাবে সব ধরনের মানুষকে হত্যা করে  স্বৈরূচারী হাসিনা পালিয়ে গেছে তার ভিত্তিতে আজকে যে রায় দিয়েছে সেটাতে আমরা যারপরনাই খুশি৷  

‎রায় কার্যকর করার বিষয়ে তিনি জানান, ইন্টারপোলের সহযোগিতা নিয়ে দ্রুত রায় কার্যকর করলে জুলাই আন্দোলনে শহীদ এবং আহত পরিবারগুলোর জন্য একটা বড় অর্জন হবে৷ তেমনি এই রায় বাস্তবায়ন হলে একটা ইতিহাস হয়ে থাকবে৷ 

‎রাকসু'র সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন- ১৭ বছরের জমানো আঘাতের রায় আজকে এসেছে। আবরার ফাহাদ, বিডিআর হত্যাকান্ড, শাহবাগ কায়েম করা এবং সর্বশেষ জুলাই হত্যাকান্ড এগুলাে এক একটা ক্ষত যার রায় আজ এসেছে।  ১৬ কোটি মানুষের এখন একটাই ডিসিশন তা শেখ হাসিনার ফাঁসি। আমার ব্যাক্তিগত কথা বল্লে আমার মতো শতশত পরিবার আছে যাদের নষ্ট করে দেওয়া হয়েছে। এখন আমরা চাই অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার ফাঁসি কার্যকর করা হোক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন