জরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিতে ফার্স্ট-এইড বক্স স্থাপন করল ছাত্রদল
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
ছবি : যুগেরচিন্তা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হল আবাসিক শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্স্ট এইড বক্স সরবরাহ করেছে হল শাখা ছাত্রদল।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় শহীদ হবিবুর রহমান হলের গেটে দায়িত্বরত কর্মকর্তার নিকট ফার্স্ট এইড বক্সটি হস্তান্তর করা হয়।
ফার্স্ট এইড বক্সে রয়েছে প্যারাসিটামল, গ্যাসের ট্যাবলেট, ডায়রিয়ার ওষুধ, হেক্সিসল, গজ, ব্যান্ডেজ, তুলা ও ঝান্ডুবামসহ বিভিন্ন প্রাথমিক চিকিৎসা সামগ্রী। বর্তমানে বক্সটি হলে গেটে দায়িত্বরত কর্মচারীর কাছে সংরক্ষিত রয়েছে।
শহীদ হবিবুর রহমান হল ছাত্রদলের সভাপতি হাবিবুল বাশার প্রিন্স বলেন, হলের কোনো শিক্ষার্থী অসুস্থ হলে বা খেলাধুলা করতে গিয়ে আঘাত পেলে চিকিৎসার জন্য রাবি মেডিকেলে ছুটতে হয়। শিক্ষার্থীদের এই কষ্ট লাঘবের উদ্দেশ্যেই আমরা এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, আমরা নিয়মিতভাবে ওষুধ সরবরাহের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে শিক্ষার্থীদের মেডিকেল সেন্টারে, অনেক সময় স্টেশন বাজার বা বিনোদপুরের ফার্মেসি পর্যন্ত যেতে হয়। আবার খেলাধুলা করতে গিয়ে আহত হলে দৌড়াতে হয় রাবি মেডিকেল সেন্টার পর্যন্ত। শিক্ষার্থীদের এই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমরা এই মানবিক উদ্যোগটি নিয়েছি।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রানা ও মো. রাফি, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সম্পাদক ও হল সংসদের জিএস প্রার্থী জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ আশরাফ তন্ময় এবং ছাত্রদল নেতা তানভীর হোসেন।



