প্রাথমিকে শারীরিক শিক্ষা পদ পুনর্বহালের দাবিতে রাবিতে মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
প্রাথমিকে শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহাল এর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনের এ কর্মসূচি পালন করেন তারা।
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় বলেন, একটি সুস্থ জাতি বিনির্মাণে শারীরিক শিক্ষার ভুমিকা আমরা সবাই জানি। উন্নত বিশ্বে শারীরিক শিক্ষাকে এক ঘন্টার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। আর এই সচিবরা কোন সিদ্ধান্তে শারীরিক শিক্ষাকে বাদ দিলো কোনো ধরনের পুনর্বিবেচনা ছাড়াই। শুধুমাত্র একটি কারণ দেখিয়ে তারা এটি বাতিল করলো আমরা এর তীব্র নিন্দা জানায় এবং আমাদের জুলাই যোদ্ধা ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিকট আকুল আবেদন জানাবো তিনি যেন এটি পুনর্বিবেচনায় নিয়ে প্রাথমিক শিক্ষায় শারীরিক শিক্ষক নিয়োগ করেন। তারা যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা হাইকোর্টে রিট করবো।
একই বিভাগের আরেক শিক্ষার্থী স্বপ্না আক্তার বলেন, শারীরিক শিক্ষা এবং সংগীত বিভাগের শিক্ষক নিয়োগের কথা ছিল তা মূলত স্থগিত করে দেওয়া হয় এবং পরে বাতিল করে দেওয়া হয়। আমরা এই প্রতিবাদে মূলত প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আমরা সবাই জানি যে, শারীরিক শিক্ষা একটা শিক্ষা অবিচ্ছেদ্য অংশ। যা আমাদের শারীরিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে ভূমিকা পালন করে। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই জাপান, জার্মানি, সুইডেন এসব দেশের হচ্ছে শারীরিক শিক্ষা বাধ্যতামূলক।কারণ তারা শুধু শ্রেণির কক্ষে পাঠদান করে না তারা শ্রেণির কক্ষে পাঠদানের পাশাপাশি মাঠেও প্র্যাকটিক্যাল ক্লাস করান।
উল্লেখ্য, গত রবিবার ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’ সংশোধন করে প্রাথমিক বিদ্যালয়ের সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদ বাতিল করা হয়।



