Logo
Logo
×

শিক্ষা

সমালোচনার মুখে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম

সমালোচনার মুখে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুনভাবে সৃষ্ট সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’-এ কিছু শব্দগত পরিবর্তন এনে সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান। তিনি জানান, রোববার (২ নভেম্বর) সংশোধিত গেজেট জারি হয়েছে। আগের বিধিমালায় চারটি ক্যাটাগরির পদ থাকলেও সংশোধিত নীতিমালায় তা কমিয়ে দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ দুটি বাদ দেওয়া হয়েছে।

পদ বাতিলের কারণ সম্পর্কে সরাসরি মন্তব্য না করে তিনি বলেন, “আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।”

বিধিমালায় শব্দগত পরিবর্তনের বিষয়ে তিনি জানান, আগের নীতিমালায় ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ের স্নাতকদের জন্য এবং ৮০ শতাংশ অন্যান্য বিষয়ের স্নাতকদের জন্য নির্ধারিত ছিল বলে মনে হলেও, প্রকৃতপক্ষে ওই ৮০ শতাংশ পদ বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের স্নাতকদের জন্য উন্মুক্ত ছিল। তাই সংশোধিত নীতিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধটি পরিবর্তন করে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে’ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট জারি করা নিয়োগ বিধিমালায় সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষক পদ অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়ে। সেই প্রেক্ষিতে মন্ত্রণালয় পদ দুটি বাতিলের সিদ্ধান্ত নেয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন