Logo
Logo
×

শিক্ষা

রাকসুতে পরাজিত প্রার্থীদের মিলনমেলা

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১০:৩০ পিএম

রাকসুতে পরাজিত প্রার্থীদের মিলনমেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে পরাজিতরা আয়োজন করেছেন মিলনমেলা। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ আয়োজন করেন। এসময় তারা বিভিন্ন খেলা, গান-বাজনার আয়োজন রাখেন

রাকসুতে ছাত্রদল সমর্থিত পরাজিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, আমরা এখানে এক হয়েছি একটি উদ্দেশ্য নিয়ে, যাতে আমাদের ক্যাম্পাস সুন্দর, নিরাপদ, সোহাদ্যপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে পারি একসঙ্গে। আমাদের এ আয়োজন সব পরাজিত প্রার্থীদের নিয়ে আমরা এ আয়োজন করেছি।

পরাজিত হলেও আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডার। যারা বিজয়ী হয়েছেন তারা যেন আগামী এক বছর তাদের ইশতেহারগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে সেগুলো জবাবদিহিতা ও তদারকি করার দায়িত্ব আমাদের।

তিনি আরও বলেন, আমি আমার বিজয় ভিপি প্রার্থীকে বলতে চাই, মোস্তাকুর রহমান জাহিদ ভাই বলেছিলেন আমরা যেই জয়ী হই সবাই মিলে একসঙ্গে কাজ করব। তিনি যেন তার কথা রাখেন। আমরা সবাই একসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সুন্দর করে গড়তে চাই।

এসময় পরাজিত স্বতন্ত্র এজিএস প্রার্থী শাহ পরান বলেন, কিছু মানুষ ছড়িয়েছে যে আমরা হেরে গিয়ে কান্নাকাটি করতেছি। ওই কান্নার স্বরটা দেখানোর জন্য আমাদের এ আয়োজন। আয়োজনটা মূলত সবাই যেন একত্রিত হতে পারে তার জন্য। আমরা আয়োজনের মধ্যে খেলাধুলা খাওয়া-দাওয়া ও গানবাজনা করবো।

এসময় সেখানে ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের ভিপি, জিএস, এজিএসসহ বিভিন্ন পদে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন