নটর ডেম কলেজে পাসের হার ৯৯.৬০%, জিপিএ–৫ পেয়েছেন ২,৪৫৪ শিক্ষার্থী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় চমৎকার ফলাফল করেছে রাজধানীর নটর ডেম কলেজ। কলেজটি থেকে মোট ৩,২৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৩,২২৬ জন উত্তীর্ণ হয়েছেন। সর্বোচ্চ জিপিএ–৫ অর্জন করেছেন ২,৪৫৪ জন শিক্ষার্থী। সামগ্রিকভাবে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৬০ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। বরাবরের মতো এবারও নটর ডেম কলেজ তাদের ফলাফলের ঐতিহ্য ধরে রেখেছে, যা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।
ফলাফল জানতে কলেজে আসা অভিভাবক মবিনুর রহমান মামুন বলেন, “আমার ছেলে আলভি রহমান জিপিএ–৫ পেয়েছে। এটা আমাদের পরিবারের বড় স্বপ্ন পূরণ। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগে পড়তে চায়, আমরা তার পাশে আছি।”
কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, “দেশজুড়ে পাসের হার কিছুটা কম হলেও নটর ডেম কলেজে তার প্রভাব পড়েনি। মাত্র কয়েকজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে এবং ৮ জন পরীক্ষার্থী অসুস্থতা বা অন্যান্য কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমরা ফলাফলে সন্তুষ্ট।”



