এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছে ৫ লাখের বেশি শিক্ষার্থী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৮ পিএম
ছবি : সংগৃহীত
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৯ শতাংশ কম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, আর ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী—যা মোট পরীক্ষার্থীর ৪১.১৭ শতাংশ।
ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল হক জানান, ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২%, রাজশাহীতে ৫৯.৪০%, কুমিল্লায় ৪৮.৮৬%, যশোরে ৫০.২০%, চট্টগ্রামে ৫২.৫৭%, বরিশালে ৬২.৫৭%, সিলেটে ৫১.৮৬%, দিনাজপুরে ৫৭.৪৯%, ময়মনসিংহে ৫১.৫৪%, মাদরাসা বোর্ডে ৭৫.৬১% এবং কারিগরি বোর্ডে ৬২.৬৭%।
এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।
লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
বোর্ড별 পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী, ঢাকা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২৪১, রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২, ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩, মাদরাসা বোর্ডে ৮৬ হাজার ১০২ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।



