আলিম পরীক্ষায় পাসের হার ৭৫.৬১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪,২৬৮ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৩৪ এএম
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৬১ শতাংশ, যেখানে জিপিএ-৫ অর্জন করেছেন ৪ হাজার ২৬৮ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের সঙ্গে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
চলতি বছর দেশের ৯টি সাধারণ, কারিগরি ও মাদরাসা—মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।



