Logo
Logo
×

শিক্ষা

১২ লাখ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান, এইচএসসি ফল আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ এএম

১২ লাখ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান, এইচএসসি ফল আজ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আজ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে অনলাইনে ফলাফল প্রকাশ করবে দেশের সব শিক্ষা বোর্ড। তবে আগের মতো এবারও ফল প্রকাশে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা বা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জানান, সকাল ১০টায় একযোগে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড নিজ নিজ উদ্যোগে ফল প্রকাশ করবে।

এর আওতায় ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডসহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ফলাফল জানা যাবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা তিনটি উপায়ে ফলাফল জানতে পারবে—

১. অনলাইনে: (http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইটে বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।

২. শিক্ষা প্রতিষ্ঠান থেকে: সংশ্লিষ্ট কেন্দ্র বা প্রতিষ্ঠান থেকেও ফল জানা যাবে।

৩. এসএমএসে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল <স্পেস> বছর এরপর পাঠাতে হবে 16222 নম্বরে।

ফল প্রকাশ উপলক্ষে সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে (https://rescrutiny.eduboardresults.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। বোর্ড অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।

প্রসঙ্গত, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন