Logo
Logo
×

শিক্ষা

নরসিংদীতে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পিএম

নরসিংদীতে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ

ছবি-যুগের চিন্তা

শিক্ষার আলো, সবুজের হাতছানি,গড়বো মোরা সুন্দর আগামী''এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ, ফলদ ও বনজ গাছের চারা এবং শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সাংবাদিক সংগঠন "নরসিংদী প্রেস ফোরাম" এর উদ্যোগে দিনব্যাপী রায়পুরা উপজেলার আমীরগঞ্জ এমএইচ প্রতিবন্ধী বিদ্যালয় এবং ১২০নং করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

নরসিংদী প্রেস ফোরামের সভাপতি খন্দকার আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনূর রশিদের সঞ্চালনায় কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে দুটি বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও ফলদ, বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ সময় অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা এমন আয়োজন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই উপহার আমাদের পড়াশোনা ও পরিবেশ দুটোকেই ভালোবাসতে শিখিয়েছে। আগামীত এমন কর্মসূচি অভ্যাহত রাখার আহবানের পাশাপাশি আয়োজকদের ধন্যবাদও তারা।

বিদ্যালয়ের শিক্ষক কবিরুল ইসলাম বলেন, শিক্ষা ও পরিবেশ দুটোই সুন্দর সমাজ গঠনের প্রধান ভিত্তি। সচেতন শিক্ষার্থীই আগামী দিনের সবুজ বাংলাদেশ গড়বে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করে।

সংগঠনের নেতৃবৃন্দরা জানান, প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ ছড়িয়ে দিতে পারলে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ আরও বাড়বে। সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই আজকের দুই শতাধিক কোমলমতি শিশুদের নিয়ে এই আয়োজন। সাংবাদিকরা শুধুমাত্র সংবাদ পরবেশনই নয়, সমাজের জন্য ইতিবাচক কাজেও অংশ নিয়ে থাকে। ইতিবাচক কাজের মাধ্যমেই নরসিংদী প্রেস ফোরাম সামনের দিকে এগিয়ে যাবে। নরসিংদী প্রেস ফোরামের সদস্যরা শুধু সংবাদকর্মীই নয়, সমাজ পরিবর্তনের সহযাত্রী।

অনুষ্ঠান শেষে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী একসঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করে “সবুজ নরসিংদী” গড়ার অঙ্গীকার করেন। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন