Logo
Logo
×

শিক্ষা

উচ্চমাধ্যমিক বিভাগ রাখার দাবিতে সড়ক অবরোধে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:০৬ পিএম

উচ্চমাধ্যমিক বিভাগ রাখার দাবিতে সড়ক অবরোধে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদান অব্যাহত রাখার দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সাত সরকারি কলেজকে একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্তে তাঁরা আশঙ্কা করছেন, ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক স্তরের ভর্তি ও পাঠদান বন্ধ হয়ে যেতে পারে। সেই আশঙ্কা দূর করে পাঠদান অব্যাহত রাখার নিশ্চয়তা চেয়ে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। ঢাকা কলেজ কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। শিক্ষক ও পুলিশের আশ্বাস সত্ত্বেও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি থেকে সরেননি।

ঢাকা কলেজের এক শিক্ষার্থী রাসেল বলেন, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। শুরু থেকেই এখানে উচ্চমাধ্যমিক বিভাগ ছিল। এখন সাত কলেজ সমন্বয়ে বিশ্ববিদ্যালয় গঠনের কারণে আমরা আশঙ্কা করছি, উচ্চমাধ্যমিকের ভর্তি বন্ধ হয়ে যেতে পারে। তাই এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের দাবি জানাচ্ছি।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এর আগে চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করেছে—‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

সাতটি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

এদিকে সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আব্দুল গণি রোড ও কলেজ রোড সংলগ্ন শিক্ষা ভবন অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন